ডায়োড কি | ডায়োড কিভাবে কাজ করে | Diode Bangla | Bangla Electrical Book

ডায়োড কি | ডায়োড কিভাবে কাজ করে | Diode Bangla | Bangla Electrical Book

ডায়োড কি

একটি দুই প্রান্ত বিশিষ্ট ইলেক্ট্রনিক যন্ত্রাংশ যা বর্তনীতে কেবল মাত্র একদিকে তড়িৎপ্রবাহ হতে দেয় । এছাড়াও বৈদ্যুতিক উপায়ে ধারকত্ব নিয়ন্ত্রন (ভ্যারিক্যাপ) এবং বিকিরণ, নিঃসরণ ও কম্পন সংবেদী ইলেকট্রনিক সুইচ তৈরিতে ডায়োড ব্যবহৃত হয়। তড়িৎশক্তির আকর্ষণীয় উৎস সৌর কোষও মূলত এক ধরণের আলোক-সংবেদী ডায়োড।

ডায়োড মূলত একটি নির্দিষ্ট দিকের তড়িৎ প্রবাহকে সহায়তা করে এবং তার বিপরীত দিকের তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে। এই ধরনের একদিকে প্রবাহিত করার প্রবণতাকে রেকটিফিকেশন বলা হয়ে থাকে যা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে তৈরি এবং রেডিও সংকেতের মর্মোদ্ধারের প্রথম ধাপ। 


ডায়োডের প্রকারভেদ

গঠন ও কার্যপ্রনালীর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের Diode ইলেকট্রনিক্স সার্কিটে ব্যবহার হতে দেখা যায়।

সাধারণ ডায়োড

জেনার ডায়োড
স্কটকি ডায়োড
টানেল ডায়োড
ভ্যারাক্টর ডায়োড
ফটো ডায়োড
সোলার সেল
লেজার ডায়োড

কাজের ধরন অনুযায়ী ডায়োড কে আবার ২ ভাগে ভাগ করা যায়।

পাওয়ার ডায়োড
সিগন্যাল ডায়োড