ক্যাবল জয়েন্ট করার পদ্ধতি। ক্যাবল জয়েন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা।

ক্যাবল জয়েন্ট করার পদ্ধতি ক্যাবল জয়েন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা

জয়েন্ট কাকে বলে

জয়েন্ট কাকে বলে সহজ ভাবে বলতে গেলে দুটি পরিবাহীকে পরস্পরের সাথে সংযোগ করাকে জয়েন্ট বলে।
একটি ক্যাবল এর সঙ্গে আরেকটি ক্যাবল বিভিন্ন ভাবেই সংযুক্ত হতে পারে। ক্যাবল এর প্রান্তভাগ অন্য একটি ক্যাবল এর প্রান্তভাগের সাথে বা একটি ক্যাবল এর মধ্যের যে কোন অংশ আরেকটি ক্যাবল এর প্রান্তভাগের সাথে যুক্ত হতে পারে। যেভাবেই ক্যাবলটি সংযোগ ঘটুক না কেন মূল বিষয় হচ্ছে যান্ত্রিক ও বৈদ্যুতিকভাবে (Mechanically & Electrically) সংযোগটি দৃঢ় হতে হবে। একটি জয়েন্ট এর ক্ষেত্রে পাঁচটি ধাপ থাকে।
  1. Stripping বা Skinning
  2. Scraping, Joining
  3. Tying
  4. Soldering
  5. Taping         

Duplex joint : দুই কোরবিশিষ্ট ক্যাবল এর সংযোগ প্রক্রিয়াকে Duplex joint বলে ।
Stripping or skinning : কন্ডাক্টরের উপরের ইনসুলেশন ফেলে দেয়াকে স্ট্রিপিং বা স্কিনিং বলে ।
Scraping : পরিবাহীর গায়ে লেগে থাকা কোন ময়লাকে পরিষ্কার করা। Tying একটি পরিবাহীকে অপর পরিবাহীর সাথে প্যাচানোর পদ্ধতি।
Soldering : Tying এর পর সংযুক্ত জায়গাটুকু ঝালাই করাকে সোল্ডারিং বলে। সোল্ডারিং করা হলে যান্ত্রিক ও বৈদ্যুতিকভাবে সংযোগটি দৃঢ় হয়।
Taping : ইনসুলেশন ফিতা দ্বারা খোলা পরিবাহী প্যাচানোকে টেপিং বলে ।

ক্যাবল জয়েন্ট দিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ক্যাবল
ইনসুলেটিং ট্যাপ
ইলেকট্রিশিয়ান ছুরি
কম্বিনেশন প্লায়ার
নোজ প্লায়ার
কাটিং প্লায়ার
মেজারিং স্টিল টেপ বা ফুট রুল

ক্যাবল জয়েন্টের ধরন

পিগ টেইল জয়েন্ট
টেপ বা 'টি'  জয়েন্ট
দুপলেক্স জয়েন্ট
সিম্পল স্প্রাইস
বেল হ্যাঙ্গার জয়েন্ট
ওয়েষ্টান ইউনিয়ন জয়েন্ট
টার্নব্যাক জয়েন্ট
ব্রিটানিয়া জয়েন্ট
স্ক্রপট জয়েন্ট
সাধারন টেপ জয়েন্ট
নট টেপ জয়েন্ট
মোচরানো টেপ জয়েন্ট
বাট স্লপীস জয়েন্ট
টেপ স্লীপ জয়েন্ট

কেবল জয়েন্টের অনেক পদ্ধতি রয়েছে তার মধ্যে কিছু পদ্ধতির সম্পর্কে আলোচনা করা হলো।

পিগ টেইল জয়েন্ট (Pig tail joint) :

এই জয়েন্টটি দেখতে শূকর ছানার লেজের মতো বলে একে পিগ টেইল জয়েন্ট (Pig tail joint).
১। দু'টি তারের অগ্রভাগ হতে I” থেকে 1 পরিমাণ ইনসুলেশন উঠাতে হবে।
২। তারের উপরিভাগ চাকুর ভোঁতা অংশ দিয়ে ধীরে ধীরে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।
৩। মোড়ানো শেষ হলে 1” পরিমাণ মোড়ানো অংশটুকু রেখে অগ্রভাগ হতে প্রায়ার দিয়ে কেটে ফেলতে হবে ।


টেপ (Tap) বা 'টি' (Tee) জয়েন্ট :

১। প্রথমেই একটি তারের মাঝখান হতে 2” পরিমাণ ইনসুলেশন উঠাতে হবে।
২। পরে দ্বিতীয় তারের অগ্রভাগ হতে 4” পরিমাণ ইনসুলেশন উঠাতে হবে।
৩। দু'টি তারই ভালভাবে পরিষ্কার করতে হবে।
৪। মাঝখান হতে ইনসুলেশন উঠানো তারের এক প্রান্তে 0.25" পরিমাণ ফাঁকা রেখে 90° ডিগ্রিতে অগ্রভাগ হতে ইনসুলেশন উঠানো তারটি স্থাপন করতে হবে। যদি স্ট্র্যান্ডেড তার হয়, তবে মাঝামাঝি স্থানে বসাতে হবে।
 ৫। তারপর একদিকে প্যাচাতে হবে। আর যদি স্ট্র্যান্ডেড তার হয়, তবে দু'দিকে প্যাচাতে হবে।

ডুপ্লেক্স (Duplex) জয়েন্ট : 

এই জয়েন্ট করতে টুইন কোর বা ডুপ্লেক্স তার বা ক্যাবল ব্যবহৃত হয়।
১। প্রথমেই দু'টি টুইন কোর তারের অগ্রভাগ হতে 4” পরিমাণ মেইন ইনসুলেশন উঠিয়ে ফেলতে হবে।
২। পরে একটি টুইন কোরের একটি তার হতে 3” এবং অন্যটি হতে 1.5” পরিমাণ ইনসুলেশন উঠাতে হবে।
৩। এভাবে অন্য (টুইন কোর) তারটির ইনসুলেশন উঠাতে হবে।
৪। চিত্রানুযায়ী বিপরীতভাবে তার দু'টি সংযোগ করতে হবে। এর উদ্দেশ্য হলো দু'টি জোড়া যেন একত্র না হয় ।

সিম্পল স্প্রাইস (Simple splice) :

১। প্রথমেই দু'টি তারের অগ্রভাগ হতে 1½" হতে 2” পরিমাণ ইনসুলেশন উঠাতে হবে এবং চাকুর ভোঁতা অংশ দিয়ে তারের কোটিং উঠাতে হবে।
২। সলিড ওয়্যার হলে, দু'টি তারকে নোজ প্লায়ারের সাহায্যে একহাতে আড়াআড়ি ধরতে হবে। ৩। অন্য হাত দিয়ে একটি তারের অগ্রভাগকে অন্য তারের উপর ধীরে ধীরে প্যাঁচাতে হবে।
৪। এক প্রান্ত প্যাচানো হলে, অন্য তারটির অগ্রভাগও প্রথমটির ন্যায় প্যাচাতে হবে।
৫। প্যাচানোর সময় লক্ষ রাখতে হবে, যাতে প্রতিটি প্যাচ একটির গায়ে অন্যটি লেগে থাকে।

স্ট্র্যান্ডেড ওয়্যার :

১। প্রথমেই দু'টি তারের অগ্রভাগ হতে 2” পরিমাণ ইনসুলেশন উঠাতে হবে ।
২। চাকুর ভোঁতা অংশ দিয়ে চেঁছে তারের উপরের কোটিং উঠিয়ে পরিষ্কার করতে হবে ।
৩। তারপর চিত্রানুযায়ী দু'টি তারকে মুখোমুখি ধরে একটি একটি করে খেই মোড়াতে হবে।
 

সাবধানতা

১। স্কিনিং করার সময় পরিবাহীর সমান্তরাল অবস্থার সাথে প্রায় 30° কোণে কাটতে হবে যেন পরিবাহীটিতে কোন দাগ না পড়ে।
২। Tying টি যেন মজবুত হয় সেজন্য প্রয়োজনে একটি প্লায়ার্স দ্বারা ধরে অপর প্লায়ার্স দিয়ে ঘুরানো যেতে পারে।
৩। ডুপ্লেক্স জয়েন্টের ক্ষেত্রে পরিবাহীগুলো এমনভাবে সংযুক্ত হবে যেন দুটি ক্যাবলের মধ্যে শর্ট সার্কিট না ঘটে এবং এবং রং এর পরিবাহী সংযোজিত হয়।