পিএলসির নাম্বারিং সিস্টেম | পর্ব-১

 পিএলসির নাম্বারিং সিস্টেম | পর্ব-১

পিএলসিতে 10 ডেসিমেল বেজ পদ্ধতি ছাড়াও বিভিন্ন নাম্বারিং সিস্টেম ব্যবহার হয়ে থাকে। একটি সফল প্রোগ্রামিং এর জন্য অন্যান্য সিস্টেমগুলো জেনে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাইনারি নাম্বার

বাইনারি নাম্বার সিস্টেম এর মধ্যে, প্রতিটিকে বাইনারি ইউনিট, বা সংক্ষেপে বিট বলা হয়। বাইনারি সাধারণত দুইটি নাম্বার সিস্টেম বেজ হয়ে থাকে, যার অর্থ হল শুধুমাত্র প্রতিটি সংখার জন্য ২টি সম্ভাব্য মান হয়। প্রতিটি বিট এর মান শুধুমাত্র '0 'বা '1' হতে পারে।",
৪ বিটের একটি গ্রুপকে নিবল (NIBBLE) বলা হয়।\n৮ বিটের একটি গ্রুপকে (BYTE) বাইট বলা হয়।

১৬ বিটের একটি গ্রুপকে ওয়ার্ড (WORD) বলা হয়।
একটি বিটএর অবস্থানে, একটি বাইট বা ওয়ার্ডের মধ্যে , তার মান নির্ণয় করা হয়। এবং তা ডান পাশ থেকে শুরু করা হয়, বিট সংখ্যা 0 এর মান হয় \"1\" । আপনি যদি বাম দিকে যেতে থাকেন তবে বিটের মান প্রতিটি স্থানের সঙ্গে দ্বিগুণ হতে থাকেবে। বিট 1 এর মান হবে 2, বিট 2 এর মান হবে 4, বিট 3 এর মান হবে 8 এভাবে হতে থাকবে।

বাইনারি থেকে ডেসিমেল এ রূপান্তর

এটি করতে, বাইনারির যে বিটটি \"1\" সেট করা আছে তার মান (Value)গুলি যোগ করলেই ডেসিমেল মান বের হবে।
 

Binary Word       Decimal Value

0000 0001 ………………... 1

0000 0010 ………………... 2

0000 0100 ………………... 4

0000 1000 ………………... 8

0000 0011 ……………… ...3

0000 0101 ………………... 5

0000 0110 ………………... 6


4 বিটের সংখ্যা আপনি 0 থেকে 15 পর্যন্ত গণনা করতে পারবেন

0000 0000 ………………. 0\n0000 1111 ………………. 15 (8+4+2+1=15)