ইন্ডাক্টর কি | inductor coil | Bangla Electrical Book
ইন্ডাক্টর কি | inductor coil
 ইন্ডাক্টর হল এমন একটা যন্ত্রাংশ যা কিনা বিদ্যুত প্রবাহ পেলে তড়িতচৌম্বকক্ষেত্র তৈরি করে তাতে শক্তি জমা করে রাখতে পারে। উল্লেখ্য যে যেকোনো তড়িৎবাহী পদার্থই ইন্ডাক্টর হিসাবে কাজ করে।
তবে সোজা তারের ইন্ডাকট্যান্স (তড়িতচৌম্বকক্ষেত্র তৈরির ক্ষমতা) খুবই কম হয়। তাই এই ক্ষমতা বাড়াতে তারকে পেঁচিয়ে কুন্ডলি বানানো হয়। এ সময় আসলে এটা একটা তরিতচুম্বক হিসাবে কাজ করে। তারের পেঁচান কুন্ডুলি অল্প যায়গায় বড় মানের ইন্ডাক্টর পেতে হলে তখন কুন্ডুলির ভিতরে ফেরোম্যাগ্নেটিক পদার্থের কোর ব্যাবহার করতে হয়। এটা তড়িতচৌম্বকক্ষেত্র কে শক্তিশালী করে।
 
 
 
 
