এসিবি কি | ACB | এয়ার সার্কিট ব্রেকার | Air Circuit Breaker | Bangla Electrical Book

এসিবি কি | ACB | এয়ার সার্কিট ব্রেকার | Air Circuit Breaker

এয়ার সার্কিট ব্রেকার কি

যে সার্কিট ব্রেকারে বাতাস ( বায়ু ) এর চাপ দিয়ে সার্কিট খোলা ও বন্ধ করার কাজ করা হয় , সেই সার্কিট ব্রেকার কে এয়ার সার্কিট ব্রেকার বলে ।

এয়ার সার্কিট ব্রেকার কত প্রকার

এয়ার সার্কিটে আর্ক নিভানোর জন্য বাতাস ( বায়ু ) রাখা হয় । বাতাস (বায়ু ) ব্যবহারের ধরণ অনুযায়ী এয়ার সার্কিট ব্রেকার দুই প্রকার।

১.সাধারণ সার্কিট ব্রেকার
২.এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার