ট্রানজিস্টর কি | ট্রানজিস্টর কিভাবে কাজ করে| What is Transistor| Electrical Bangla Book
ট্রানজিস্টর কি
ট্রানজিস্টর (Transistor) একটি অর্ধপরিবাহী কৌশল যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়।কম্পিউটার, সেলুলার ফোন এবং অন্য সকল আধুনিক ইলেকট্রনিক্সের মূল গাঠনিক উপাদান হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। দ্রুত সাড়া প্রদানের ক্ষমতা এবং সঠিক সম্পূর্ণ সঠিকভাবে কার্য সাধনের ক্ষমতার কারণে এটি আধুনিক ডিজাটাল বা অ্যানালগ যন্ত্রপাতি তৈরীতে বহুল ব্যবহৃত হচ্ছে। নির্দিষ্ট ব্যবহারগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিক অ্যামপ্লিফায়ার, সুইচ, ভোল্টেজ নিয়ন্ত্রক, সংকেত উপযোজন এবং ওসিলেটর। আলাদা আলাদাভাবে ট্রানজিস্টর তৈরি করা যায়। আবার সমন্বিত বর্তনীরঅভ্যন্তরে একটি অতি ক্ষুদ্র স্থানে কয়েক মিলিয়ন পর্যন্ত ট্রানজিস্টর সংযুক্ত করা যায়।
ট্রানজিস্টরের প্রকারভেদ
*গঠনের উপর ভিত্তি করে জাংশন ট্রানজিস্টর ২ প্রকার
ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
বাইপোলার জাংশন ট্রানজিস্টর
*বাইপোলার জাংশন ট্রানজিস্টরের গঠন প্রকৃতি পোলারিটি অনুসারে দুই প্রকার\n\nজাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (FET)
মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (MOSFET)
*জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আবার দুই প্রকার
এন চ্যানেল জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
পি চ্যানেল জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
*মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (MOSFET)
ডিপ্লেশন এনহেন্সমেইন্ট টাইপ (DE-MOSFET)
এনহেন্সমেন্ট টাইপ (E-MOSFET)
ডিপ্লেশন এনহেন্সমেইন্ট টাইপ (DE-MOSFET)আবার দুই প্রকার
এন চ্যানেল DE-MOSFET
পি চ্যানেল DE-MOSFET
*এনহেন্সমেন্ট টাইপ (E-MOSFET)মসফেট আবার দুই প্রকার
এন চ্যানেল E-MOSFET
পি চ্যানলে E-MOSFET
ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
বাইপোলার জাংশন ট্রানজিস্টর
*বাইপোলার জাংশন ট্রানজিস্টরের গঠন প্রকৃতি পোলারিটি অনুসারে দুই প্রকার\n\nজাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (FET)
মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (MOSFET)
*জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আবার দুই প্রকার
এন চ্যানেল জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
পি চ্যানেল জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
*মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (MOSFET)
ডিপ্লেশন এনহেন্সমেইন্ট টাইপ (DE-MOSFET)
এনহেন্সমেন্ট টাইপ (E-MOSFET)
ডিপ্লেশন এনহেন্সমেইন্ট টাইপ (DE-MOSFET)আবার দুই প্রকার
এন চ্যানেল DE-MOSFET
পি চ্যানেল DE-MOSFET
*এনহেন্সমেন্ট টাইপ (E-MOSFET)মসফেট আবার দুই প্রকার
এন চ্যানেল E-MOSFET
পি চ্যানলে E-MOSFET
