প্রোগ্রাম কিভাবে ট্রান্সফার করবেন | PLC Bangla Tutorial | Electrical Bangla Book

প্রোগ্রাম কিভাবে ট্রান্সফার করবেন | PLC Bangla Tutorial | Electrical Bangla Book

প্রোগ্রাম কিভাবে  ট্রান্সফার করবেন

একটি প্রোগ্রাম ট্রান্সফার করতে পিএলসিকে অবশ্যই স্টপ মুডে রাখতে হয়। এটি করতে পিএলসির সিপিইউর মধ্যে একটি কী সুইচ আছে যা স্টপ পজিশনে রাখতে হবে। এই কাজটি সফটওয়্যার এর মাধ্যমেও করা যায়, যদি পিএলসি রান অবস্থায় থাকে। এই অবস্থায় রিমোট অপশন কাজ করে থাকে। পিএলসি রান অবস্থায় প্রোগ্রাম ট্রান্সফার অথবা ডাউনলোড এর চেষ্টা করা হলে তা দ্রুত নিজেই স্টপ মোডে চলে যাবে এবং প্রোগ্রাম ডাউনলোড করার পর রিমোট অপশনের মাধ্যমে পিএলসিকে স্টার্ট করবে।


১) Online মেনুতে Write to PLC সিলেক্ট করুন।
২) সিলেক্ট Param + Prog
৩) Execute এ ক্লিক করুন।

প্রোগ্রেস বারে প্রোগ্রাম ডাউনলোড প্রোসেস দেখাবে, এবং ডাউনলোড শেষ হলে একটি পপ আপ ডায়লগ বক্সে ডাউনলোড শেষ হয়েছে দেখাবে। এখন OK চাপুন। পিএলসিকে রান মুডে সুইচ করুন।

অনলাইন মেনুতে আরও দুটি অপশন রয়েছে, Read from PLC এবং Verify

Read from PLC এটি দ্বারা জিএক্স ডেভেলপার এর মাধ্যমে পিএলসি হতে প্রোগ্রাম আপলোড করা যায় এবং তা দেখা যায়। এটি ব্যাবহার করে পিএলসির প্রোগ্রামকে পরিবর্তন করা সম্ভব। কিভাবে তা নিচে দেখুন।
৪) Read from PLC সিলেক্ট করুন।
৫) Param + Prog সিলেক্ট করুন।
৬) Execute এ ক্লিক করুন।
৭) সব ঠিক থাকলে একটি পপ আপ বক্স আসবে, তখন OK চাপুন।

Verify এটি দ্বারা পিএলসি তার নিজস্ব প্রোগ্রামের সাথে ডিসপ্লে প্রোগ্রামের তুলনা করে থাকে। এটি বিশেষত ব্যাবহার হয়ে থাকে, যদি কারো দ্বারা কর্মক্ষেত্রে প্রোগ্রামের কোন পরিবর্তন হয়েছে সন্দেহ করা হয়। তাছারাও যদি প্রোগ্রামার দ্বারা কাজের সময় ভুলবশত কোন পরিবর্তন হয়ে থাকে, তবে এটি দ্বারা প্রোগ্রামকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া সম্ভব। কিভাবে করবেন তা দেখুন।

৮) Verify with PLC সিলেক্ট করুন।
৯) Param + Prog সিলেক্ট করুন।
১০) Execute এ ক্লিক করুন।
১১) ভেরিফাই স্ক্রিনটি বন্ধ করার জন্য ডানদিকে উপরের X এ চাপুন।

জিএক্স ডেভেলোপার আপনাকে প্রোগ্রাম তুলনা করে পরিবর্তনশীল পার্থক্যের একটি লিস্ট দেখাবে।

বিদ্রঃ যদি প্রোগ্রামের শেষে END স্টেটমেন্ট লেখা না হয় তবে ডাউনলোড হতে আনলিমিটেড সময় বা ইরর দেখাতে পারে। তাই এই স্টেটমেন্ট খুবিই গুরুত্বপূর্ণ। পিসির সাথে পিএলসির সঠিক কমুনিকেশন থাকতে হবে। এবং তা অবশ্যই ডাটা ক্যেবলের মাধ্যমে। ভুল সংযোগে কমুনিকেশন ইরর দেখাবে।