এমসিবি | MCB | মিনিয়েচার সার্কিট ব্রেকার |Miniature Circuit Breaker

এমসিবি | MCB | মিনিয়েচার সার্কিট ব্রেকার |Miniature Circuit Breaker

এমসিবি কি

এমসিবি হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার যা সাধারণত একটি মেকানিকাল ডিভাইস।যদি কোনো কারণে সাপ্লাই লাইনে কোনো প্রকার ফল্ট সৃষ্টি হয় তাহলে এমসিবি ট্রিপ হয়ে যায়।

এমসিবি সাধারণত ২টি কারণে ট্রিপ করে

১.ওভার লোড
২.শর্ট সার্কিট

পোল ভেদে বিভিন্ন প্রকার এমসিবি 

SP - এসপি- সিঙ্গেল পোল ও সিঙ্গেল ফেইজ কানেকশন এর জন্য।
SPN - এসপিএন - সিঙ্গেল পোল ও নিউট্রাল কানেকশন এর জন্য।
DP - ডিপি) - ডাবল পোল কানেকশন এর জন্য।
TP - টিপি - ট্রিপল পোল কানেকশন এর জন্য।
TPN - টিপিএন - ট্রিপল পোল ও নিউট্রাল কানেকশন এর জন্য।
FP - এফপি - ফোর পোল ও নিউট্রাল কানেকশন এর জন্য।