হাউজ ওয়্যারিং এর কাজ করার জন্য কি কি লাগবে (পর্ব-২) | Electrical house wiring bangla | Electrical Bangla Book

হাউজ ওয়্যারিং এর কাজ করার জন্য কি কি লাগবে | Electrical house wiring bangla | Electrical Bangla Book

হাউজ ওয়্যারিং এর কাজ করার জন্য যা যা লাগবে

১.স্থায়ী জিনিসপত্র: এ কাজে এরকম জিনিসগুলো হলো-

প্লায়ার্স বা প্লাস
ড্রাইভার
এভো মিটার
ছুরি
কাঁচি
মেজারিং টেপ
স্টার স্ক্রু ড্রাইভার
হ্যাক-স
হ্যান্ড ড্রিল মেশিন
ইলেকট্রিক ড্রিল মেশিন
ইন্সুলেশন রিমোভার
হাতুড়ি
সাইড কাটিং পাস
ফ্লাট স্ক্রু ড্রাইভার
টেস্টার ও মেজারিং টেপ৷

এসব স্থায়ী জিনিসপত্র আমরা নিকটস্থ জেলা ও উপজেলা শহরের ইলেকট্রিক বা হার্ডওয়ারের দোকানে পাবো৷

২.নিয়মিত লাগে এমন জিনিসপত্র: হাউজ ওয়্যারিং এর কাজে আমাদের লাগবে পিভিসি বা প্লাস্টিক টেপ, হ্যাক-স ব্লেড বা লোহা কাটা ব্লেড, ওয়াল ড্রিল বিট (৬ মিলি মিটার), রঙিন চক, পেন্সিল ও সুতা৷ এদের মধ্যে প্রথম তিনটি জিনিস আমরা পাবো হার্ডওয়ারের দোকানে৷ আর চক, পেন্সিল ও সুতা যেকোনো স্টেশনারি দোকান থেকে কেনা যাবে৷

অন্যান্য জিনিসপত্র: হাউস ওয়্যারিং করার জন্য আরও কিছু জিনিসপত্র আমাদের লাগবে৷ যে বাড়িতে কাজ হবে তার মালিককে এসব জিনিস সংগ্রহ করতে হবে৷ নিচে এসব জিনিসের নাম দেওয়া হলো:

চীনা মাটির ফিউজ বা কাট আউট প্লাস্টিক প্লাস্টিক ফিউজ বা কাট আউট
মেইনসুইচ
এনার্জি মিটার
পিয়ানো সুইচ
টুপিন সকেট
টাম্বলার সুইচ
সিলিং রোজ
সিলিং রোজ বসানোর বোর্ড স্ক্রুরাওয়াল বা রয়েল প্লাগ
ব্যাটেন হোল্ডার
প্যানডেন্ট হোল্ডার
সুইচ বোর্ড
প্লাষ্টিক চ্যানেল
ফ্যান
বাল্ব
টিউব লাইট
টিউব ব্যালেস্ট
টিউব স্টার্টার
টিউব হোল্ডার
এক খেই বিশিষ্ট তারবহু খেই বিশিষ্ট তার।